হোম > সারা দেশ > মানিকগঞ্জ

এক ভোটে হেরে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ 

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

এক ভোটে হেরে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা, প্রিসাইডিং অফিসারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে পরাজিত ইউপি সদস্য মো. ফারুক হোসেন ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে। গতকাল রোববার রাতে মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলার হরগজ ইউনিয়নের চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় আজ সোমবার সাটুরিয়া থানা-পুলিশ বাদী হয়ে মামলা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ওসি মুহাম্মাদ আশরাফুল আলম। 

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোটের ফলাফল প্রকাশ করার পর প্রিসাইডিং কর্মকর্তার গাড়িটি ভোটকেন্দ্র থেকে বের হয়ে রাস্তায় আসার পর ফারুকসহ তাঁর সমর্থকেরা অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে প্রিসাইডিং কর্মকর্তা সঞ্জয় পালসহ আরও ৪ পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে তাদের উদ্ধার করেন। 

হরগজ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চরপাড়া গ্রামের মেম্বার প্রার্থী মো. ফারুক হোসেন মোরগ প্রতীক ও মোশাররফ হোসেন টিউবওয়েল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। টিউবওয়েল প্রতীকে মোশাররফ হোসেন পান ৫৪৩ ভোট ও প্রতিদ্বন্দ্বী ফারুক পান ৫৪২ ভোট। ১ ভোটে জয়ী হন মোশাররফ। 

প্রিসাইডিং কর্মকর্তা সঞ্জয় পাল জানান, দুই প্রার্থীর মধ্যে গণনায় ১ ভোটের ব্যবধান হয়। তাই পুনরায় কয়েকবার ভোট গণনা করা হয়। পরে ১ ভোটে টিউবওয়েল প্রতীককে বিজয়ী ঘোষণা করা হয়। 

প্রিসাইডিং কর্মকর্তা বলেন, ‘ভোটের ফলাফল প্রকাশ করার পর আমাদের গাড়ি ভোটকেন্দ্র থেকে বের হয়ে রাস্তায় আসার পরই ফারুকসহ তার সমর্থকেরা অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে আমিসহ আরও ৪ পুলিশ সদস্য আহত হই। পরে অতিরিক্ত পুলিশ এসে আমাদের উদ্ধার করে’ 

সাটুরিয়া থানার ওসি মুহাম্মাদ আশরাফুল আলম বলেন, ‘এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’ 

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু