হোম > সারা দেশ > মানিকগঞ্জ

নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা ভোট চোরের সহযোগী: আমীর খসরু

মানিকগঞ্জ প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। কারণ, এই নির্বাচন কমিশন সংশ্লিষ্ট যারা আছেন, তাঁরা ভোট চোরের সহযোগী।’ আজ বুধবার বিকেলে মানিকগঞ্জের পৌর এলাকার জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে সর্বত্র পণ্য সরবরাহের দাবিতে জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘বিএনপি ভোটের মাঠে ছিল, ভোটের মাঠে আছে এবং ভবিষ্যতে ভোটের মাঠে থাকবে। বিএনপি ভোটের মাঠ থেকে ভোট চোর ও তাঁদের সহযোগীদের বিতাড়িত করবে।’

আমীর খসরু বলেন, ‘আগামী নির্বাচনে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার থাকুক বা নাই থাকুক, আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন করতে দেব না। জীবনের বিনিময়ে হলেও তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার ছাড়া আমরা কোনো নির্বাচন করতে দেব না। এই সংগ্রাম কঠিন সংগ্রাম। এই সংগ্রামের দেশের মানুষ আমাদের সঙ্গে আছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘পানি, গ্যাস, বিদ্যুতের বিলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়ার প্রধান কারণ হচ্ছে দুর্নীতি। আওয়ামী লীগের দুর্নীতি ও চাঁদাবাজির কারণেই দ্রব্যমূল্যের দাম লাগামহীনভাবে বেড়েছে। দ্রব্যমূল্য যেখানে এসে দাঁড়িয়েছে তাতে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত মানুষের সংসারের খরচ চালানো কষ্টকর হয়ে পড়েছে।’

সমাবেশে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, কৃষক দলের সহসভাপতি মামুনুর রশিদ খান, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর প্রমুখ।

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু