হোম > সারা দেশ > মানিকগঞ্জ

আজ শেষ হচ্ছে মানিকগঞ্জে ডুবে যাওয়া ফেরিটির উদ্ধার কাজ

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের পাটুরিয়ার পাঁচ নম্বর ফেরিঘাটে ডুবে থাকা আমানত শাহ ফেরি উদ্ধার কাজ আজ মঙ্গলবার শেষ হবে। গত ২৭ অক্টোবর সকালে ডুবে কাত হয়ে থাকা ফেরিটি গতকাল সোজা করা হয়েছে। 

বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান জানিয়েছেন, ডুবে কাত হয়ে থাকা ফেরিটির ৮৫ শতাংশ উদ্ধার কাজ শেষ হয়েছে। এখন চলছে ফেরিটির ভেতরে জমে থাকা কাঁদা পানি ও ময়লা–আবর্জনা অপসারণের কাজ। 

ফজলুর রহমান বলেন, আজ বিকেলের মধ্যে উদ্ধার কাজ শেষ হলে আগামী দুদিন ফেরিটি অবজারভেশন রাখা হবে। পরে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। 

গত ২৭ অক্টোবর সকালে রাজবাড়ির দৌলতদিয়া থেকে পাটুরিয়া আসার পর ১৪টি যানবাহন নিয়ে পাঁচ নম্বর ঘাটে ডুবে যায় ফেরি আমানত শাহ। পরে ফেরির ভেতরে আটকে থাকা যানবাহন উদ্ধারে উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজাকে আনা হয়। তবে ফেরিটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের আসার কথা থাকলেও সক্ষমতা না থাকায় প্রত্যয়কে আর আনা হয়নি। পরে বিআইডব্লিউটিএ চট্টগ্রামের বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডকে ২ কোটি টাকার চুক্তিতে ফেরি উদ্ধারের কাজ দেয়। 

এরপর গত ১ নভেম্বর জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড তাদের ৫০ জন উদ্ধারকর্মী ও ৬টি সেলফার্জ বাস ভর্তি তিন, চার, পাঁচ ও ছয় ইঞ্চি তার নিয়ে ফেরিটি উদ্ধারের জন্য আসেন। গত আট দিন পর আজ ফেরিটির উদ্ধার কাজ শেষ হবে। 

মানিকগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ২ যুবক নিহত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি