হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ছাত্রলীগের কর্মী সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, গ্রেপ্তার ৩ 

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের মাঠে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত সভাপতি প্রার্থী মনির হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস।

আজ বৃহস্পতিবার বিকেলে মনিরের মামা আয়নাল হোসেন বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে সাটুরিয়া থানায় মামলা করেছেন। পুলিশ এ মামলা তিন ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন—উপজেলা দিঘলিয়া ইউনিয়নের ছাত্রলীগ নেতা মো. ফরিদ হোসেন, আরিফুল ইসলাম ও আলামিন।

স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দিঘলিয়া ইউনিয়নে ছাত্রলীগের বর্ধিত সভায় সভাপতি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করাকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে। ছাত্রলীগ নেতা মনিরের নাম সভাপতি ঘোষণা করায় ফরিদসহ তার সমর্থকেরা মনিরের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের ১০ জন নেতা-কর্মী আহত হয়। এদের মধ্যে সভাপতি প্রার্থী মনির হোসেনকে উদ্ধার করে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, বুধবার রাতে দিঘলিয়া ইউনিয়নে ছাত্রলীগের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ ঘটনায় মনির নামে একজন গুরুতর আহত হয়। এ ঘটনায় মনিরের মামা আয়নাল হোসেন বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে মামলা করে। এ মামলায় তিন ছাত্রলীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি। 

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু