হোম > সারা দেশ > মানিকগঞ্জ

জুলহাসের বিমান দেখতে মানিকগঞ্জে ইউএস-বাংলার কর্মকর্তা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

উড়োজাহাজ নিয়ে যমুনার চরে ইউএস-বাংলা বিমানের কর্মকর্তা ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের শিবালয়ে যমুনার চরে আনুষ্ঠানিকভাবে উড্ডয়নের চার দিন পর আবারও আকাশে উড়ল তরুণ উদ্ভাবক জুলহাসের তৈরি করা বিমান।

রোববার (৯ মার্চ) দুপুরে উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনা নদীর বালুচরে জুলহাসের তৈরি আরসি বিমানটি উড্ডয়ন করে। জুলহাসের বিমানটি দেখতে দূরদূরান্ত থেকে হাজারো মানুষ ভিড় করে।

এ সময় বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত পাইলট এবং বর্তমানে ইউএস-বাংলা বিমানের কর্মকর্তা ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুকসহ সিভিল এভিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমান উড্ডয়নের আগে সকাল সাড়ে ১০টার দিকে উড়োজাহাজ নিয়ে যমুনার চরে অবতরণ করেন তিনি। এরপর আলোচনা সভায় যোগ দেন।

ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক বলেন, জুলহাসের এই কাজকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে হবে। এ জন্য জুলহাসকে পর্যাপ্ত লেখাপড়া করতে হবে। লাইসেন্সের জন্য প্রাইভেট থেকে পড়তে ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ হয়। সেখানে আর্থিকভাবে তাঁকে সাপোর্ট দেওয়ার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক আরও বলেন, ‘বুয়েট কিংবা এভিয়েশন থেকে জুলহাসের পাশে দাঁড়াতে হবে। আমি ওর (জুলহাস) বিষয়ে সব সময় খোঁজখবর রাখব। মূলত জুলহাসের বিমান দেখা ও তার কাজে উদ্বুদ্ধ করতেই আমার এখানে আসা।’

এ সময় জুলহাস মোল্লা বলেন, ‘এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। ক্যাপ্টেন আব্দুল্লাহ স্যার আমার একটি স্বপ্ন পূরণ করেছেন। তাঁদের হেলিকপ্টারে আমার মা ও ছোট ভাইকে নিয়ে আকাশে উড়িয়ে আমার নিজ গ্রাম দেখিয়েছেন। আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁর কাছ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকেই বিভিন্ন সময় কাজের বিষয়ে সহযোগিতা নিয়েছি।’

উপজেলার জিয়নপুরের বিকেএস উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন জুলহাস মোল্লা। তবে অর্থাভাবে আর পড়তে পারেননি। পেশায় ইলেকট্রিশিয়ান জুলহাস ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক কাজ করেন। অবসরে তিনি এই বিমান তৈরি করেন।

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু