হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, ওই চেয়ারম্যান বিভিন্ন দুর্নীতি, চাকরির নামে ঘুষ নেওয়া এবং সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করে আসছেন।

আজ রোববার সকালে সাটুরিয়ার দড়গ্রাম বাজারে এক মানববন্ধনে এসব অভিযোগ করেন ভুক্তভোগীরা। এই মানববন্ধনে পরিবারের সদস্য ছাড়াও সাধারণ জনগণ অংশ নেন। 

কাউছার নামে এক ভুক্তভোগী বলেন, ‘আমার কাছ থেকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজে চাকরি দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা নিয়েছেন ওই চেয়ারম্যান। এখন পর্যন্ত চাকরি দিতে পারেনি আর টাকাও ফেরত দেয়নি।’ 

মন্টু রাজ বংশী নামের একজন বলেন, ‘এই চেয়ারম্যান আমাদের কাছ থেকে বিভিন্ন সময়ে চাঁদা আদায় করেন। সরকারি বিভিন্ন ভাতা পেতে গেলেও তাঁকে ঘুষ দিতে হয়। তাই তাঁর অপকর্মের তদন্তপূর্বক শাস্তি দাবি করি।’

এ ব্যাপারে দড়গ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলাউদ্দিন তাঁর বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সামনে ইউপি নির্বাচন। তাই আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এই মিথ্যা ও বানোয়াট মানববন্ধন করেছে।’ 

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে