হোম > সারা দেশ > মানিকগঞ্জ

কাজ না পেয়ে জাপান টোব্যাকোতে শ্রমিকদের ঢুকতে বাধা বিএনপি কর্মীদের

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদরে জেটি (জাপান টোব্যাকো) ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারখানায় শ্রমিকদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা আতাউর রহমান আতার অনুসারীদের বিরুদ্ধে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিবহন ও আউটসোর্সিং কর্মী নিয়োগের কাজ না পাওয়ায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা শ্রমিকদের বাধা দেন। আজ শনিবার সকাল ৯টায় গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় অর্ধশতাধিক শ্রমিক কাজের জন্য এসেও কারখানায় ঢুকতে পারেননি। পাশাপাশি ঢুকতে পারেননি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও।

বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেটি ইন্টারন্যাশনালের পরিবহন, আউটসোর্সিং কর্মী নিয়োগসহ ওয়্যারহাউস পরিচালনার যাবতীয় কাজ আওয়ামী লীগ সরকারের আমল থেকে করে আসছিল জাকির ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। এর স্বত্বাধিকারী স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন। এখন এর সঙ্গে চুক্তি বাতিল করে চট্টগ্রামের এক প্রতিষ্ঠান দিয়ে কাজ করানো হচ্ছে। তবে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের দাবি, তাঁদের প্রতিষ্ঠান এমএস ট্রেডার্স দিয়ে কাজ করাতে হবে। এ নিয়ে জেটি ইন্টারন্যাশনালের কর্মকর্তাদের সঙ্গে আজ তর্কবিতর্কের পর তাঁরা শ্রমিকদের ওয়্যারহাউসে ঢুকতে বাধা দেন।

এ সময় কারখানার সামনে জেলা বিএনপির নেতা আবুল কালাম, সদর উপজেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোহাম্মদ জহির, জাগীর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাবু, সদর কৃষক দলের সহসভাপতি সাইদুল ইসলাম সাজলু, জেলা বিএনপির সদস্য ফরিদুজ্জামান ফরিদ, সাবেক ছাত্রদল নেতা মাহফুজুর রহমান রবিনসহ ২০ থেকে ২৫ জন উপস্থিত ছিলেন। সবাই জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আতাউর রহমান আতার অনুসারী।

এ নিয়ে কথা হলে আতাউর রহমান বলেন, ‘কোম্পানির লোকদের সঙ্গে আগেই কথাবার্তা ছিল, ফ্যাক্টরিতে চলমান কাজগুলো স্থানীয় নেতা-কর্মীদের দিয়ে করানো হবে। কোম্পানি সেটার ব্যত্যয় করলে স্থানীয় ইউনিয়নের নেতা-কর্মীরা শ্রমিকদের ফ্যাক্টরিতে ঢুকতে বাধা দিয়েছে। পরে কোম্পানির সিকিউরিটি ইনচার্জ সাইদুজ্জামান নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করে নিয়েছেন বলে জানতে পেরেছি।’

সাইদুজ্জামান বলেন, ‘লেবারদের ওয়্যারহাউসে ঢুকতে না দেওয়া স্থানীয় যাঁরা ছিলেন, তাঁদের সঙ্গে কথা বলেছি। তাঁরা আউটসোর্সিংয়ের ঠিকাদারি, ট্রান্সপোর্ট ব্যবসা করতে আগ্রহী। আমরা তাঁদের নিয়মমাফিক অফিশিয়াল প্রক্রিয়া মেনে টেন্ডার লাইসেন্স জমা দিতে বলেছি। তাঁরা কাজ করলে আমাদের প্রতিষ্ঠানের দিক থেকে কোনো সমস্যা নেই। তবে প্রতিষ্ঠানে শ্রমিকদের ঢুকতে না দেওয়ার মতো ঘটনা কাম্য নয়।’

যোগাযোগ করা হলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘ঘটনা জানার পর পুলিশ পাঠানো হয়েছিল। দুই পক্ষের সঙ্গে কথা বলে আমরা দ্রুত এ সংকট সমাধানের চেষ্টা করছি।’

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু