হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওরে শ্রমিকসংকটে ধান কাটা নিয়ে বিপাকে কৃষক

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

মাঠে পাকা ধান। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের ঘিওরে চলতি বোরো মৌসুমে ধান কাটতে শ্রমিকসংকট দেখা দিয়েছে। দ্বিগুণ পারিশ্রমিক দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কৃষকেরা। বাধ্য হয়ে পরিবারের লোকজন নিয়ে তাঁরা ধান কাটছেন। অনেকে আবার বাড়তি পারিশ্রমিক দিয়ে ধান কেটে ঘরে তুলছেন। এর ফলে উৎপাদন খরচ বেড়ে লোকসান হবে বলে জানিয়েছেন কৃষকেরা।

মানিকগঞ্জের বেশির ভাগ খেতের বোরো ধান কাটা হলেও ঘিওর, শিবালয় ও দৌলতপুর উপজেলার আংশিক অংশে নাবি বোরো ধান রোপণ করেন কৃষকেরা। ফলে এসব এলাকার ধান এখন পাকা ধরেছে।।

ঘিওর উপজেলার নন্দীরবাধা এলাকার কৃষক রাব্বি জানান, প্রতি বিঘা (৩৩ শতক) ধান কাটার জন্য সাড়ে ৬ হাজার টাকা দিতে চেয়েও শ্রমিক না পেয়ে বাধ্য হয়ে অন্যকে ধানের খড় দিয়ে ধান কাটছেন।

চরবাইলজুরী গ্রামের কৃষক জুড়ান মিয়া জানান, অনেক কৃষকই ধান কাটার শ্রমিক পাচ্ছেন না। ৩ বিঘা জমির ধান কাটতে দুই দিন খোঁজ করে তিনি শ্রমিক পেয়েছেন। তাঁদের বিঘাপ্রতি ৬ হাজার টাকা দিতে হবে। তিনি আরও জানান, অধিকাংশ ক্ষেত্রে শ্রমিকেরা ধান কাটতে বিঘাপ্রতি ৭ হাজার টাকা করে নিচ্ছেন।

ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রাম থেকে আসা ধান কাটার শ্রমিক হামেদ আলী জানান, ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ধান কাটার কাজ করে দিনে ১২০০ থেকে ১৪০০ টাকা পান। উচ্চমূল্যের বাজারে কৃষকেরা এই পারিশ্রমিককে বেশি বললেও এই উপার্জনে তাঁদের সংসার চলে না।

ঘিওর উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন বলেন, উপজেলায় ৭ হাজার ২৫ হেক্টর জমিতে ইরি-বোরো আবাদ হয়েছে। ইতিমধ্যে এখানে ধান কর্তন শুরু হয়েছে। শ্রমিকের সংকট রয়েছে। সরকারিভাবে সমন্বিত উপায়ে ধানকাটা যন্ত্রের ওপর ৫০ ভাগ ভর্তুকি দেওয়া হচ্ছে। কিন্তু ধানকাটা যন্ত্র প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সাম্প্রতিক ঝোড়ো বাতাস আর ভারী বৃষ্টিপাতের কারণে বেশির ভাগ খেতের ধান মাটির সঙ্গে মিশে থাকায় যন্ত্র দিয়ে কাটতে সমস্যা হচ্ছে।

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে

মানিকগঞ্জে বাউলভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা