হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাংবাদিকের ওপর হামলা, ছাত্রদল নেতা বহিষ্কার

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

আবিদ হাসান আবেদ। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবিদ হাসান আবেদের ওপর কয়েক যুবক হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত রবিবার (৮ জুন) রাতে উপজেলার লেছড়াগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এ বিষয়ে গতকাল সোমবার রাতে হরিরামপুর থানায় লিখিত অভিযোগ জমা দেন ভুক্তভোগী সাংবাদিক। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান। এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল বিকালে বলড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাবুকে বহিষ্কার করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ৮টার দিকে লেছড়াগঞ্জ বাজারে মোবাইল সার্ভিসিং দোকানের সামনে চা পান করছিলেন সাংবাদিক আবেদ। ওই সময় বলড়া ও পিপুলিয়া এলাকা থেকে একদল যুবক সেখানে উপস্থিত হন। এদের মধ্যে রেজাউল করিম বাবু (২৫), নাজমুল (২৮), অমিত (২২) ও অনিক (২২) নামের কয়েকজন তাঁকে অকথ্য ভাষায় গালাগাল এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। হামলার সময় সাংবাদিক আবেদকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা নিজেদের ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা হিসেবে পরিচয় দেন। হামলা ঠেকাতে গেলে শাকিল মোল্লা (৩৪) নামের এক ব্যক্তি আহত হন।

এদিকে এই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বলড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাবুকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শোয়েব হোসেন শানের সই করা এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

সাংবাদিক আবিদ হাসানের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্যসচিব মো. শাহানুর ইসলাম, সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন, সদস্যসচিব সুজন মোল্লা, হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহিদুল ইসলাম মাহিসহ জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে