হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘন কুয়াশা: দুই নৌপথে ফেরি চলাচল বন্ধ, যানবাহন ও যাত্রীসহ মাঝনদীতে আটকা ৩ ফেরি

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

ঘন কুয়াশায় দুই নৌপথে ফেরি চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজীরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এদিকে গতকাল শুক্রবার মধ্যরাতে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে মাঝনদীতে যাত্রী, যানবাহনসহ তিনটি ফেরি আটকা পড়েছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় প্রান্তে পারাপারের অপেক্ষায় থাকা বিভিন্ন ধরনের যানবাহনের সংখ্যা ক্রমেই বাড়ছে। অপেক্ষায় থাকা এসব যানবাহনের শ্রমিক-যাত্রীসহ ঘাটসংশ্লিষ্ট ব্যক্তিরা পোহাচ্ছে নানা দুর্ভোগ।

পাটুরিয়া ঘাটসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, মাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম নাসির আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, গতকাল শুক্রবার রাত ১২টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া ও রাত দেড়টার দিকে আরিচা-কাজীরহাট নৌপথ কুয়াশায় আচ্ছন্ন হয়ে চ্যানেলের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ সময় পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে মাঝ পদ্মায় দিক হারিয়ে যাত্রী ও যানবাহনবোঝাই বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বাইগার অনুরূপ কাজীরহাট থেকে আরিচা আসার পথে মাঝ যমুনায় আটকে আছে খানজাহান আলী নামক ফেরি।

নাসির আহম্মেদ আরও বলেন, দুর্ঘটনা এড়াতে দুটি নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। তখন উভয় ঘাটে অপেক্ষমাণ যানবাহনগুলো দ্রুত পারাপারের ব্যবস্থা করা হবে।

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু