হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

মানিকগঞ্জ প্রতিনিধি

ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাঙচুর। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জ সদর উপজেলায় বিএনপির দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এ সময় তারা আটিগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে ভাঙচুর চালায়। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

জানা গেছে, আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নূরে আলম সরকারের ইটভাটায় মাটি দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এ সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন আটিগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী জয়-ই মামুন (৪০), ইউনিয়ন বিএনপির সদস্য ও কৃষক দলের সভাপতি প্রার্থী রুস্তম সরকার (৪২), ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম (২২)।

ইউপি চেয়ারম্যান নূরে আলম বলেন, ‘কয়েক শ ছেলে আমার কার্যালয়ে গিয়ে ভাঙচুর করেন। এরপর স্থানীয়রা বাধা দিলে তাঁরা আহত হন।’

আটিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ছানোয়ার হোসেন দেওয়ান বলেন, ‘আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারী কিছু লোক নিয়ে বিএনপির গুটি কয়েক নেতা এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে শুনেছি।’

জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ বলেন, ‘এ ঘটনায় বিএনপির অপর কোনো পক্ষ নেই। ওই ইউপির চেয়ারম্যান ও তাঁর ভাতিজারা এ ঘটনার সঙ্গে জড়িত।’

সদর থানার ওসি এস এম আমানুল্লাহ বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি।’

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে

মানিকগঞ্জে বাউলভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা

মানিকগঞ্জে ‘তৌহিদি জনতা’র ব্যানারে বাউল আবুল সরকারের ভক্তদের ওপর হামলা, আহত ৩

ধর্মীয় কটূক্তির অভিযোগের মামলায় বাউল আবুল সরকার গ্রেপ্তার