হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ডুবে যাওয়া ফেরি থেকে আরও তিন গাড়ি উদ্ধার

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় উদ্ধার কাজে নিয়োজিত বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সাহায্যে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আরও দুটি ট্রাক ও একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। গত তিন দিনে ১২টি ট্রাক-কাভার্ডভ্যানসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়। এখনো দুটি ট্রাকসহ তিনটি মোটরসাইকেল নদীতে নিমজ্জিত রয়েছে। 

একটি মাত্র উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ডুবুরি দল, কোস্ট গার্ড, নৌপুলিশ, নৌবাহিনী ও বিআইডব্লিউটিএর উদ্ধারকর্মীরা। 

এদিকে গত তিন দিনে উদ্ধার কাজে সহায়তার জন্য ‘প্রত্যয়’ নামক আরও একটি উদ্ধারকারী জাহাজের আসার কথা বলা হলেও সেটির চলার পথে পর্যাপ্ত নাব্যতা না থাকায় তা ঘটনাস্থলে আসছে না বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। তবে মুন্সিগঞ্জ থেকে রুস্তম নামক উদ্ধারকারী জাহাজ এ কাজে যোগ দেবে বলে তিনি জানান। 

ঘটনার তিন দিন পর শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসা বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক জানান, ফেরিটি উদ্ধার করতে সরকারিভাবে সম্ভব না হলে বেসরকারি সংস্থার সাহায্য নেওয়া হবে। ফেরি উদ্ধারের আগে ডুবে যাওয়া যানবাহনগুলো আগে উদ্ধারের জোর চেষ্টা চলছে। 

উদ্ধার অভিযানের প্রধান বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. ফজলুর রহমান বলেন, ডুবে থাকা ফেরির মধ্যে সকল যানবাহন শনাক্ত করা হয়েছে। উদ্ধার তৎপরতার ৩য় দিন শুক্রবার আরও দুটি ট্রাক ও একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়। পলির কারণে উদ্ধার কাজে কিছুটা ব্যাঘাত ঘটলেও আগামী শনিবারের মধ্যে বাকি যানবাহনগুলো উদ্ধারের জোর চেষ্টা চলছে। 

উল্লেখ্য, গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরি ঘাটে তিন তলা বিশিষ্ট রো-রো ফেরি শাহ্-আমানত আকস্মিকভাবে নদীতে হেলে পড়ে ডুবে যায়। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে