হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সিঙ্গাইরে ছুরিকাঘাতে আহত বৃদ্ধের হাসপাতালে মৃত্যু

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় বাবুল হোসেন নামের এক ব্যক্তি তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার নিহতের ছেলে ইসমাইল বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি মামলা দায়ের করেন। 

নিহত জিন্নত আলী (৬৫) উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলি পশ্চিমপাড়া গ্রামের মৃত জয়নাল মাদবরের ছেলে। 

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় একই এলাকার মাদকাসক্ত বাবুল হোসেন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল নিহতের ছেলে ইসমাইল বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি মামলা দায়ের করেন। 

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দহর ইউনিয়নের বাঘুলি পশ্চিমপাড়া গ্রামের আজহারের সঙ্গে তার ছেলে বাবুল হোসেনের মধ্যে পারিবারিক কলহ চলছিল। স্থানীয় মুরুব্বী হিসেবে জিন্নত আলী মাসখানেক আগে বাবুল হোসেনকে বকা দেওয়াসহ শাসন করেন। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় একটি মুদি দোকানের সামনে বাবুল হোসেন জিন্নত আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গতকাল রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় জিন্নত আলী মারা যান। 

নিহতের ভাই উজ্জত আলী মাতবর বলেন, ‘মাদকাসক্ত বাবুল হোসেন আমার ভাইকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করে। আসামি বাবুল হোসেনকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’ 

শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মামুনুর রশীদ বলেন, এ বিষয়ে নিহত জিন্নত আলী ছেলে বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি