হোম > সারা দেশ > মানিকগঞ্জ

দৌলতপুরে এক ওয়ার্ড-পদের জন্য লড়ছেন সহোদর দুই ভাই

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

দৌলতপুরের কলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্যপদের জন্য সহোদর দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ভোটে দুই ভাইয়ের লড়াই নিয়ে এলাকার ভোটারদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। 

ওই দুই ভাই হলেন, কলিয়ার ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ (টিউবওয়েল) ও তাঁর ছোট ভাই মো. শিপন মিয়া (ফুটবল)। তাঁরা কলিয়া ইউনিয়নের তালুকনগর গ্রামের বাসিন্দা। 
 
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তালুকনগরে একটা গ্রাম নিয়ে ১ নম্বর ওয়ার্ড গঠিত। তালুকনগর গ্রামের মোট ভোটার ২ হাজার ৭৫২ জন। এ ওয়ার্ডে দুই ভাই ছাড়া আরও ৫ জন প্রার্থী আছেন। 

তালুকনগর গ্রামের ভোটার ইউসুফ আলী বলেন, আমাদের গ্রামে দুই ভাই প্রার্থী হয়েছেন। আমাদের এক গ্রাম নিয়েই একটি ওয়ার্ড। আমরা গ্রামবাসীরা মিলে তাঁদের একত্রিত করার চেষ্টা করেছি। কিন্তু দুজনকে একসঙ্গে বসানো সম্ভব হয়নি। 

প্রার্থিতার বিষয়ে শিপন মিয়া বলেন, আমার বড় ভাই আগে একবার ইউপি সদস্য ছিল। এবার তাঁকে ছাড় দিতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি তা মানেননি, প্রার্থী হয়েছেন। পরিবারের অধিকাংশ লোক ও আত্মীয়স্বজন আমার পক্ষে আছেন। আশাবাদী এবার আমিই এই ওয়ার্ডের মেম্বার হব। 

আব্দুস সামাদ বলেন, আমি ৫ বছর কলিয়া ইউনিয়নের ইউপি সদস্য ছিলাম। সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমার জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য গ্রামের ৩ / ৪ জন লোক আমার ছোট ভাইকে নির্বাচনে নামিয়েছেন। আমি এবং আমার আত্মীয়স্বজন অনেক চেষ্টা, তদবির করেও তাঁকে নির্বাচন থেকে সরাতে পারিনি। 

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে