হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে কালবৈশাখী ঝড়ের আঘাত, বৃহস্পতিবার থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন কয়েকটি গ্রাম

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে বৃহস্পতিবার দিবাগত রাতে কালবৈশাখী ঝড়ে কয়েকটি গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলার বলড়া ইউনিয়নের দানিস্তপুর, কুইস্তারাসহ কয়েকটি গ্রাম, হারুকান্দি ইউনিয়নের চাঁদপুর বাজার, বয়ড়া ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের যাত্রাপুর গ্রামে ২৫ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ নেই। আজ শুক্রবার রাত ৮টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সচল হয়নি। 

হরিরামপুর পল্লী বিদ্যুতের লেছড়াগঞ্জ বাজার অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বলড়া ইউনিয়নের দানিস্তপুর, বয়ড়া ইউনিয়নের যাত্রাপুরের একাংশসহ মূল লাইনের তার বেশি ছেঁড়ায় এলাকায় বিদ্যুৎ দেওয়া সম্ভব হয়নি। আমরা বৃহস্পতিবার রাত থেকে কাজ করছি।’ 

তিনি আরও বলেন, ‘যাত্রাপুর দর্জিপাড়া ও দানিস্তপুর গ্রামে শনিবার বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে।’ 

বয়ড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকাশ খান আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ নেই। মাছসহ ফ্রিজের বিভিন্ন জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। ২৫ ঘণ্টায়ও বিদ্যুৎ অফিস লাইন সচল করতে পারেনি।’ 

বয়ড়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পলাশ আজকের পত্রিকাকে বলেন, ‘২৫ ঘণ্টায় বিদ্যুৎ পেলাম না। এটা দুঃখজনক।’ 

বলড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৃহবধূ রোজিনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুৎ না থাকায় ছেলে-মেয়ের পড়াশোনায় সমস্যা হচ্ছে।’ 

বয়ড়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. মিরাজ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ওয়ার্ডের কিছু অংশে ২০ থেকে ২২ ঘণ্টা পর বিদ্যুৎ এলেও অনেকাংশেই বিদ্যুৎ নেই। বিদ্যুৎ অফিসে জানানো হয়েছে।’ 

বলড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আলমাস খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ওয়ার্ডের দানিস্তপুর পুরো গ্রামের দু-একটি বাড়ি বাদে বিদ্যুৎ নেই। পাশের কুইস্তারা গ্রামেরও অনেক বাড়িতে বিদ্যুৎ নেই।’

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু