হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সিঙ্গাইরে যুবককে গলা কেটে হত্যা, অভিযোগের তির ছোট ভাইয়ের দিকে

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতের পরিবার বলছে, এই ঘটনা ঘটিয়েছে লেবাননপ্রবাসী তাঁরই আপন ছোট ভাই। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জয়মণ্ডপ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। 

নিহত যুবকের নাম আবু রায়হান (২৬)। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন রায়হানের ছোট ভাই মো. রোমান (২৪)। তাঁরা ওই গ্রামের শাহজাহান ফকিরের ছেলে। 

নিহতের পরিবার ও স্থানীয়রা বলছে, রোমান লেবাননে ছিলেন। প্রায় এক বছর আগে তিনি দেশে আসেন। বিদেশ থাকা অবস্থায় রোমান তাঁর উপার্জনের সব টাকা বাড়িতে পাঠান। রোমানের পাঠানো টাকার হিসাব নিয়ে বড় ভাই রায়হান, রোমান ও পরিবারের মধ্যে কলহ চলছিল। গতকাল রোববার রাতে একই ঘরে আবু রায়হান, রোমান ও জামাল (১৬) তিন ভাই একসঙ্গে শুয়ে পড়ে। পরে রাত ১২টার দিকে বড় ভাই আবু রায়হান ও ছোট ভাই জামাল ঘুমিয়ে পড়লে রোমান আবু রায়হানকে ধারালো চাকু দিয়ে জবাই করে। এ সময় রায়হানের ছটফট ও গোঙানোর শব্দে পাশে থাকা জামালের ঘুম ভেঙে যায়। পরে তাঁর চিৎকার শুরু করলে পাশের ঘর থেকে তাদের বাবা শাজাহান ফকির এগিয়ে যায়। এ সময় রোমান দরজা খুলে পালিয়ে যায়। পরে আবু রায়হানকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহত রায়হানের বাবা শাহজাহান ফকির আজকের পত্রিকাকে বলেন, ‘রোমান বিদেশ থেকে ১৩ লাখ পাঠায়। ওই টাকা দিয়ে পরিবারের ঋণ পরিশোধ করি। রোমান দেশে এসে এই নিয়ে ঝগড়া করত। রোববার রাতে রোমানকে বারবার ঘরের বাইরে আসতে দেখি। সে আমাকে বলে তার ঘুম আসছে না। রাত ১২টার দিকে ছোট ছেলের চিৎকার শুনে ঘরে ঢুকে দেখি বড় ছেলেকে ছুরি দিয়ে জবাই করেছে। এ সময় রোমান আমাকে দেখে পালিয়ে যায়।’

এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আবু রায়হানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। রোমানকে আটকের চেষ্টা চলছে।

 

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে