হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওরে ট্রাকচাপায় প্রাণ গেল অটোচালকের, আহত ৫

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় আজ শুক্রবার সকালে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া ভ্যান। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের ঘিওরে ট্রাকচাপায় মো. সোহাগ (৩০) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় স্কুলশিক্ষকসহ পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার সকাল উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহত সোহাগ বানিয়াজুরী গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন।

আহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষক মাসুদ রানা, স্থানীয় দোকান কর্মচারী সন্দেশ ঘোষ, ভ্যানচালক শাহীন, পথচারী পথচারী ফারুক খান ও রত্না আক্তার।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল ৯টার দিকে মহাসড়কের আরিচামুখী লেনে একটি ট্রাক প্রথমে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডিমভর্তি ভ্যানে ধাক্কা দেয়। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি আরও একটি মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশায় ধাক্কা দেয়। এতে যানবাহনগুলো দুমড়েমুচড়ে যায় এবং সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকজন পথচারী আহত হন।

আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে অটোরিকশার চালক সোহাগকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।’

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে