হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পাটুরিয়া-আরিচা ফেরিঘাটে সকালে যানবাহনের চাপ, বেলা বাড়তেই স্বাভাবিক 

মানিকগঞ্জ প্রতিনিধি

ঈদের বাকি মাত্র তিন দিন। অথচ যানবাহনের চাপ নেই মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে। সকালের দিকে ছোট যানবাহন ও মোটরসাইকেলের কিছুটা চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই চাপও কমতে থাকে। ফলে কোনো ধরনের ভোগান্তি ছাড়া নদী পার হয়ে বাড়ি যাচ্ছে ঈদে ঘরে ফেরা মানুষ। 

আজ বুধবার পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে দেখা যায় এ দৃশ্য। 

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে পাটুরিয়া-আরিচা ফেরিঘাটে যানবাহন পারাপার অনেকটা কমে গেছে। এর পরও ঈদের বিষয়টি গুরুত্ব দিয়ে সবগুলো ঘাট সচল রাখাসহ দুই ঘাটে ছোট-বড় ২৬টি ফেরি স্ট্যান্ডবাই রাখা হয়েছে। যে কারণে যাত্রীরা ঘাটে আসামাত্র নদী পার হয়ে ভোগান্তি ছাড়া বাড়ি চলে যাচ্ছে।’ 

খালেদ নেওয়াজ আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় পাটুরিয়া ঘাটে ৯০০ মালবাহী ট্রাক, ৯৫০টির মতো কোচ, প্রায় ১ হাজার ৮০০ ছোট যানবাহন ও প্রায় ২ হাজার মোটরসাইকেল নদী পার হয়েছে।’ 

এদিকে সর্বশেষ পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে ২৫টির মতো যাত্রীবাহী কোচ। আগামীকাল ভোর ৬টা থেকে ঈদের তিন দিন পর পর্যন্ত পচনশীল পণ্য ছাড়া সব ধরনের মালবাহী যানবাহন পারাপার বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন ঘাটসংশ্লিষ্টরা।

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি