হোম > সারা দেশ > মানিকগঞ্জ

বিএনপির সাবেক মহাসচিবের দুই ছেলের বিরুদ্ধে ছোট ভাইয়ের মামলা

মানিকগঞ্জ প্রতিনিধি

বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট খন্দকার আব্দুল হামিদ ডাবলু ও জেলা বিএনপির সহসভাপতি খন্দকার আকবর হোসেন বাবলুর বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় পারিবারিক জমি নিয়ে প্রতারণা, বল প্রয়োগ ও মারধরের অভিযোগে মামলা করেছেন ছোট ভাই খন্দকার আক্তার হামিদ পবন।

এই মামলায় আরও আসামি করা হয়েছে ডাবলুর বড় ছেলে অরভিল খন্দকার ও স্ত্রী নাছিমা আক্তার শিমুকে। 

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১২ জুন মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় ধলেশ্বরী ডেভেলপমেন্ট সোসাইটির কার্যালয়ে মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণ সেওতা এলাকায় ২১.৫ শতাংশ জমিতে পারিবারিকভাবে সকলের সম্মতিতে স্থাপনা নির্মাণের জন্য ধলেশ্বরী ডেভেলপমেন্ট সোসাইটির সঙ্গে চুক্তি সাক্ষরের জন্য বসা হয়। এ সময় চুক্তিনামায় সই করার আগে পবন সাইনিং মানির কথা জানতে চাইলে ও চুক্তিপত্র দেখতে চাইলে ডাবলু ও বাবলুর সঙ্গে তর্ক হয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। পরে চুক্তিনামায় সই না করে তা স্থগিত করে যে যার মতো চলে যান। 

খন্দকার আক্তার হামিদ পবন বলেন, ‘আমি সাইনিং মানির কথা জানতে চাওয়ায় আমার বড় ভাই ডাবলু ও বাবলু এবং ডাবলুর ছেলে আমাকে কিল, ঘুষি, জুতার বাড়ি মারতে থাকে। একপর্যায়ে লোহার রড ও কাঠের ডাসা দিয়ে আমাকে ধাওয়া করে এলোপাতাড়ি পেটাতে থাকে। পরে ওই অফিসের লোকজনের সহযোগীতায় সেখান থেকে আমাকে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।’ 

মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট খোন্দকার আব্দুল হামিদ ডাবলু বলেন, ‘খোন্দকার আক্তার হামিদ পবন আমার ছোট ভাই হলেও সে একজন মাদকসেবী। সে মাদক সেবন করে আমাকে, আমার বড় ভাইকে ও ছেলেকে মারধর করেছে। সম্মান ও পরিবারের কথা চিন্তা করে আইনগত ব্যবস্থা নিইনি।’

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রউফ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মামলাটি তদন্তাধীন রয়েছে।’ 

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু