হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়ায় পাটখেত থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার 

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় মো. হাশেম আলী নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের হাত-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আজ শনিবার সকালে বাড়ির ৩০০ গজ দূরের পাটখেত থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস।

মো. হাশেম আলী (৪৫) দড়গ্রাম ইউনিয়নের রুহুলী গ্রামের এ্যাংরাজ আলীর ছেলে।

নিহতের ছেলের বউ বীথি আক্তার বলেন, ‘শুক্রবার দুপুরে আমার শ্বশুর ভাত খেয়ে বাড়ি থেকে বের হন। গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় আত্মীয়স্বজন খোঁজাখুঁজি শুরু করে। শনিবার সকালে তাঁর মরদেহ পাটখেতের আইলে দেখতে পেয়ে এলাকাবাসী আমাদের খবর দেয়। পরে আমরা গিয়ে শ্বশুরের রক্তাক্ত মরদেহ দেখি। পুলিশে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। আমি আমার শ্বশুরের হত্যাকারীদের বিচার চাই।’

সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ