হোম > সারা দেশ > মানিকগঞ্জ

শিবালয়ে ব্যবসায়ীর চোখ-মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে টাকা লুট

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে এক গরু ব্যবসায়ীর চোখে-মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে ৩ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। 

গতকাল সোমবার রাতে শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি সংযোগ সড়কের আড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী আশোক আলী (৫৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি উপজেলার দরিকয়ড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে ও গরু ব্যবসায়ী। 

অভিযোগকারী ব্যবসায়ী বলেন, ‘সোমবার সন্ধ্যার পর ব্যবসার নগদ ৩ লাখ ৬০ হাজার টাকাসহ অটোরিকশায় পাটুরিয়া সড়কে ইছাইল গ্রামে যাচ্ছিলাম। পথে মোটরসাইকেলে আসা তিন দুষ্কৃতকারী যুবক অটোরিকশার গতিরোধ করে কিছু বুঝে ওঠার আগেই চোখে-মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে কাছে থাকা টাকা লুটে সটকে পড়ে। স্থানীয় কয়েক জন আমার চিৎকারে এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।’ 

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ সরকার বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত এবং দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।’

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে