মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে উপজেলার ১১টি ইউনিয়নের ১১২টি ভোটকেন্দ্রের ৫৯২টি ভোটকক্ষে একযোগে এই ভোটগ্রহণ শুরু হয়।
সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের মধ্যে বায়রা ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় নৌকা মনোনীত প্রার্থী দেওয়ান জিন্নাহ লাঠু। বাকি ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৬ জন প্রার্থী। এছাড়াও উপজেলার ১১টি ইউনিয়নে মেম্বার (পুরুষ) পদে ২৯৭ জন এবং মেম্বার (নারী) পদে ১০২ জন প্রার্থী রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে।
সকাল সাড়ে নয়টার দিকে বলধারা ইউনিয়নের নুর মহসিন বিদ্যায়তনে ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে। নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। মোট ভোটার ২ হাজার ৮৩০ জন। কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার একেএম নজরুল ইসলাম জানান, তাঁদের কেন্দ্রে সকাল সাড়ে ৬টার দিকে ব্যালট পেপার এসেছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, জামসা ইউনিয়নের জামসা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ১৭ বহিরাগত ব্যক্তিকে আটক করা হয়েছে।