হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সড়কের পাশে পড়েছিল রিকশা চালকের মরদেহ, খোঁজ মেলেনি স্ত্রীর

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদর উপজেলায় খাদ থেকে আব্দুল্লাহ আল-মামুন (৪০) নামের এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশের একটি খাদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

আব্দুল্লাহ আল মামুন মাগুরা জেলার বরইখালী গ্রামের মোতালেব মিয়ার ছেলে। তিনি পৌরসভার নারাঙ্গাই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মানিকগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নারাঙ্গাই এলাকায় কাজু মিয়ার বাড়িতে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন আব্দুল্লাহ আল মামুন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে মামুনের স্ত্রী ফিরোজা বেগম বাড়িওয়ালা কাজু মিয়াকে জানান তাঁর স্বামী পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়েছেন। কাজু মিয়া মামুনকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

পরে মামুনের স্ত্রী ফিরোজা বেগম তাঁর স্বামীকে নিয়ে হাসপাতালে রওনা দেন। 

তাঁরা আরও জানান, আজ সকালে মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশের একটি খাদে মামুনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে নিহত মামুনের স্ত্রী ফিরোজা বেগমের খোঁজ পাওয়া যাচ্ছে না। 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, বিষয়টি তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে