হোম > সারা দেশ > মানিকগঞ্জ

রোববার শতাধিক মানুষকে বুস্টার ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, আগামীকাল থেকে ঢাকার মহাখালী উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে (বিসিপিএস) কেন্দ্রে পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। উদ্বোধনী দিনে শতাধিক মানুষকে বুস্টার ডোজ পরীক্ষামূলকভাবে দেওয়া হবে। এদের মধ্যে ষাটোর্ধ্ব ব্যক্তি ও ফ্রন্টলাইন ওয়ার্কার, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও গণমাধ্যম কর্মীরা থাকবে। 

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকার শুভ্র সেন্টারে সদর ও সাটুরিয়া উপজেলা মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং শীতার্তদের মধ্যে শীতবস্ত্র ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ হাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

মন্ত্রী বলেন, প্রথমে ফাইজার টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। এর কারণ হচ্ছে ডব্লিউএইচও এটির অনুমোদন দিয়েছে। যারা প্রথম দিকে টিকা পেয়েছেন তাঁরাই বুস্টার ডোজের আওতায় আসবেন। পর্যায়ক্রমে সারা দেশেই এই কর্মসূচি চালু হবে। যাদের দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার বয়স ৯ মাসের ওপরে হয়েছে তাঁদের বুস্টার ডোজের আওতায় আনা হবে। 

জাহিদ মালেক বলেন, আমাদের টিকার কোন সংকট নেই। সরকারের হাতে বর্তমানে ফাইজারের ৬০ লাখ টিকা রয়েছে। আগামী মাসে আরও দুই কোটি টিকা আসবে। তাই টিকার কোন সংকট হবে না। 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ওমিক্রন খুবই সংক্রামক। ওমিক্রন থেকে আমাদের বেঁচে থাকতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত গতিতে ছড়িয়ে যাচ্ছে। ওমিক্রন মোকাবিলায় যা যা করণীয় আছে তা আমরা করেছি। জেলা প্রশাসনগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে বিদেশ থেকে যারা আসবে তাঁদের যেন কোয়ারেন্টিনে রাখা হয়। যারা বিদেশ থেকে আসবে তাঁদের ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করাতে হবে। 

জাহিদ মালেক বলেন, ভারত থেকে সীমান্ত দিয়ে যারা আসবে তাঁদের র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তারপরও সবাইকে সতর্ক থাকতে হবে। টিকা নিলে যেকোনো ভাইরাস থেকে রক্ষা পাওয়া যায়। কাজেই টিকাটা নিয়ে নেবেন। পাশাপাশি সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা, সামাজিক দূরত্ব রক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 
 
আলোচনা সভা শেষে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার ৭২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান, ৯২ পরিবারকে ঢেউটিন ও তিন হাজার টাকা এবং দুই উপজেলার প্রায় ৫ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ