হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে সবজি ব্যবসায়ীকে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি

দর উপজেলায় রবিন মিয়া (২২) নামে এক সবজি ব্যবসায়ীকে হত্যা করে ইজিবাইক ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ১০টার দিকে বেতিলা-বালিরটেক সড়কের তেরদোনা এলাকার একটি ফসলি জমি থেকে তাঁর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

গত রোববার দিবাগত রাতে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছেন সদর থানার উপপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান। নিহত রবিন ভাড়ারিয়া ইউনিয়নের কলাসি গ্রামের মজিবুর রহমানের ছেলে। 

এসআই মনিরুজ্জামান জানান, রোববার মধ্য রাতে একই গ্রামের হিরনের ইজিবাইকে করে মানিকগঞ্জ জাগীর এলাকায় সবজির আড়তে যাচ্ছিলেন রবিন। বেতিলা-বালিরটেক সড়কের তেরদোনা এলাকায় আসার পর রাস্তায় বাঁশ ফেলে ১০-১২ জন দুর্বৃত্ত ইজিবাইকের গতিরোধ করে। এরপর তাঁদেরকে রাস্তার পাশে একটি ফসলের খেতে নিয়ে যায়। এরপর হিরনের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে রবিনকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে করে হত্যা করা হয়। এরপর ইজিবাইক ও রবিনের কাছে থাকা ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। 
 
এসআই মনিরুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা থানায় মামলার প্রস্তুতি চলছে। 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বলেন, হত্যার সঙ্গে জড়িতদের ধরতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত আছে। এই বিষয়ে এখনই কিছু বলা যাবে না। আসামিদের ধরার পর বিস্তারিত জানানো হবে। খুব শিগগিরই হত্যার সঙ্গে জড়িত মূল আসামিদের গ্রেপ্তার করা হবে। 

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে