হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পাটুরিয়ায় ফেরি দুর্ঘটনার তদন্ত করবে সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গতকাল মানিকগঞ্জের পাটুরিয়ায় শাহ আমানত ফেরি দুর্ঘটনার তদন্ত করবে সংসদীয় কমিটি। এ নিয়ে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানকে আহ্বায়ক করে একটি সাব কমিটি গঠন করেছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শাজাহান খান ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন, রণজিত কুমার রায়, সামিল উদ্দিন আহমেদ শিমুল ও আছলাম হোসেন সওদাগর। সংবাদ বিজ্ঞপ্তিতে, এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল, ২০২১’ এবং জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বিক কার্যক্রম এবং বর্তমানে এর সমস্যা ও সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে জাতীয় সংসদে উত্থাপিত এবং পরীক্ষা নিরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য কমিটিতে প্রেরিত ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল, ২০২১’ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাশের উদ্দেশ্যে অধিকতর সংশোধিত আকারে সংসদে রিপোর্ট প্রদানের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়। 

সকল সমুদ্র বন্দরের জন্য একটি একক আইন প্রণয়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংসদীয় কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে বলে জানানো হয়। এ ছাড়া, বৈঠকে বাংলাদেশের সকল নদ-নদী পর্যায়ক্রমে দখলমুক্ত করার যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে একটি প্রেজেন্টেশন পরবর্তী সভায় উপস্থাপনের জন্য কমিটি সুপারিশ করে। 

কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন, কমিটির সদস্য মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, সামিল উদ্দিন আহমেদ শিমুল, আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা।

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে