হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে বিএনপি অফিসে অগ্নিসংযোগ মামলায় আ.লীগ-ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মানিকগঞ্জে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোনায়েম খান ও জাগীর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তপু আহমেদ মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আদাবর থানা এলাকা থেকে আদাবর থানা-পুলিশের সহযোগিতায় মোনায়েম খানকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ছাত্রলীগ নেতা তপুকে গ্রেপ্তার করে সদর থানা-পুলিশ।

গ্রেপ্তার মোনায়েম খান মানিকগঞ্জের পোড়রা এলাকার মৃত ওয়ারেস আলী খানের ছেলে। অপরদিকে, ছাত্রলীগ নেতা তপু আহমেদ মামুন মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের ঠাটাঙ্গা গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ মামলায় এজাহারভুক্ত আসামি মোনায়েম খান ও ছাত্রলীগ নেতা তপুকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদেরকে আদালতে পাঠানো হয়েছে।

মোনায়েম খান গত সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দেন এবং বিএনএমের প্রতীকে মানিকগঞ্জ-১ আসনে (ঘিওর-দৌলতপুর-শিবালয়) নির্বাচন করে জামানত হারান।

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে