হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওরে কৃষক স্বপন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

গ্রেপ্তার মো. বিল্লাল মিয়া। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওরে কৃষক স্বপন মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. বিল্লাল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শুক্রবার ভোরে রাজধানীর হাজী ক্যাম্প রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ র‍্যাব-৪, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয় জানিয়েছেন।

গত মঙ্গলবার বিকেলে হামলার শিকার হন স্বপন। রাত ১০টার দিকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহতের মা গত বুধবার ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার ৪৮ ঘণ্টা পর প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার বিল্লাল হোসেন ঘিওর উপজেলার গোলাপনগর এলাকার বাসিন্দা।

গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদ ও এজাহারের বরাত দিয়ে র‍্যাব জানায়, স্বপনের সঙ্গে স্থানীয় বিল্লালের বসতবাড়ির জমি নিয়ে অনেক দিন যাবৎ বিরোধ চলে আসছিল। এর জেরে গত মঙ্গলবার বাড়ির পাশে ডোবা ভরাট করতে বাধা দিয়ে স্বপনের এক চাচা ও এক ভাবিকে মারধর করেন বিল্লাল ও তাঁর লোকজন। এ সময় স্বপন ঘটনাস্থলে গেলে তাঁর ওপর হামলা করে বিল্লাল ও তাঁর লোকজন পালিয়ে যান।

হামলায় স্বপনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। ঘটনার দিন রাত ১০টার দিকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হত্যার ঘটনায় নিহতের মা গত বুধবার ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে বিল্লালকে গ্রেপ্তার করে র‍্যাবের একটি যৌথ দল।

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে