হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে বাসচাপায় কলেজ শিক্ষার্থীসহ নিহত ২ 

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এঁদের একজন কলেজ শিক্ষার্থী, অপরজন ব্যবসায়ী। তাঁদের বাড়ি জেলার ঘিওরের বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তরা কালীগঙ্গা সেতুর ওপর সেলফি পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র জুয়েল মিয়া ও তাঁর বন্ধু মোটরসাইকেল ব্যবসায়ী মো. আশিকুর রহমান।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জের তরা কালীগঙ্গা সেতুর ওপর পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি বাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান জুয়েল মিয়া ও আশিকুর রহমান। এ ঘটনায় আহত হন আরেক বন্ধু হাসিবুর রহমান অটুট (২৪)। তাঁকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে কয়েকটি সেলফি পরিবহন ভাঙচুর করেছে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে। পরে বিক্ষুব্ধ জনতা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে রাত সাড়ে ১১টার দিকে সেলফি পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু