হোম > সারা দেশ > মানিকগঞ্জ

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, ২ শ্রমিক নিহত

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্টের খুঁটি বোঝাই ট্রাক খাদে পড়ে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে বেলা আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওরের পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতেরা হলেন—কুড়িগ্রাম সদরের রুহুল আমিন (৩০) ও জসিম উদ্দিন (২৭)। দুজনই ট্রাকে শ্রমিকের কাজ করতেন।

এ বিষয়ে ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন জানান, দুপুরে ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে পাটুরিয়াগামী খুঁটি (ঘরের তৈরির খুঁটি) বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের চালক-হেলপার ও দুই শ্রমিক গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় রুহুল আমিন ও জসিম উদ্দিন নামের দুজনের মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য চালক ও হেলপারকে ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং হাসপাতালে খোঁজ খবর নেওয়া হয়।’

পুলিশ কর্মকর্তা জাকির হোসেন আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার মোটরসাইকেল চালক ও আরোহীকে খুঁজে পাওয়া যায় নাই। তবে তাদের মোটরসাইকেল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।’ 

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে