হোম > সারা দেশ > মানিকগঞ্জ

আওয়ামী লীগ বিশৃঙ্খলাকারীদের ছাড় দেবে না: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলাকারীদের ছাড় দেবে না। আমরা বিশৃঙ্খলা, হানাহানি, মারামারি চাই না। আমরা চাই দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি। যারা বিশৃঙ্খলা ঘটাবে, সমাজকে ক্ষতিগ্রস্ত করবে এবং উন্নয়নকে ব্যাহত করবে, আওয়ামী লীগ তাদের কোনো মতেই ছাড় দেবে না।’ আজ রোববার দুপুরে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে কর্নেল মালেক স্মৃতি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একজন ভালো খেলোয়াড়ের মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল হতে পারে। একটি দেশের নাম সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে। সে জন্য আমরাও চাই ম্যারাডোনা, মেসির মতো খেলোয়ার আমাদের দেশে হোক এবং দেশের নাম উজ্জ্বল করুক।’ 

খেলাধুলার উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চায় আমরা খেলাধুলায় ভালো করি। সে জন্য অনেকগুলো স্টেডিয়ামও তৈরি করেছেন এবং উপজেলা পর্যায়েও মিনি স্টেডিয়াম করার ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে অনেকগুলোর নির্মাণকাজ শুরু হয়েছে। বাকিগুলোর নির্মাণকাজ চলমান আছে। আমরা অবকাঠামোর অনেক উন্নয়ন করে দিয়েছি। আগামীতে আমরা সামাজিক উন্নয়ন করতে চাই। আর খেলাধুলা সামাজিক উন্নয়নের অন্যতম মাধ্যম। সম্প্রতি দেশে মাদকের ভয়াবহতা বেড়ে গেছে।’

একমাত্র খেলাধুলা পারে যুব সমাজকে রক্ষা করতে। যুবকেরা খেলাধুলা করলে মাদক ছেড়ে দূরে থাকবে। এভাবে মাদকের ভয়াবহতা কমে যাবে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা ও ক্রিকেট সাব-কমিটির আহ্বায়ক গোলাম ছারোয়ার ছানু প্রমুখ। 

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে