হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে চিত্রশিল্পীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার আরও ৫

মানিকগঞ্জ প্রতিনিধি

গ্রেপ্তার ৫ ব্যক্তি। ছবি: বাজকের পত্রিকা

মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ-যুবলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। আজ রোববার দুপরে তাঁদের আদালতে তোলা হবে।

গত শুক্রবার রাতে অভিযান শেষে তাঁদের গ্রেপ্তার করে গতকাল শনিবার বিকেলে থানায় হাজির করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাসুদ রানা, ছাত্রলীগের সক্রিয় কর্মী আবিদ হোসেন, হৃদয় হোসেন ও যুবলীগের নেতা শাফি মীর। তাঁদের বাড়ি সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, গত ১৫ এপ্রিল রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দইর ঘোষের বাজার গ্রামে চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

ওসি বলেন, আজ রোববার দুপরে সাত দিনের রিমান্ড চেয়ে গ্রেপ্তার ব্যক্তিদের মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, চিত্রশিল্পীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় এ নিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে