হোম > সারা দেশ > মানিকগঞ্জ

দুদকের মামলায় মানিকগঞ্জ আওয়ামী লীগ নেতা মট্টুসহ দুজন গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো.আমিরুল ইসলাম মট্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা দুটি পৃথক মামলায় গত সোমবার তাঁকে গ্রেপ্তার করা হয়। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁকে গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ পৌরসভার মাটি ভরাটের কাজ করেন মহুয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আমিরুল ইসলাম মট্টু। মাটি ভরাটে অতিরিক্ত বিলসহ অনিয়মের অভিযোগে মানিকগঞ্জ সদর থানায় দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫ (২) ধারাসহ দণ্ডবিধি ১০৯ ধারায় তাঁর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকবর আলী খান আজকের পত্রিকাকে জানান, আদালত থেকে আমিরুল ইসলাম মট্টুসহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে গত ৬ ডিসেম্বর সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারের পাঠানো হয়েছে। তিনি উল্লেখ করে বলেন, আদালত তাঁদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে। 

এদিকে, দুদকের দায়ের করা মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার ইকবাল খানও গ্রেপ্তার হয়েছেন। প্রতিটি মামলায় প্রধান আসামি হিসেবে রয়েছেন মানিকগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র মো.রমজান আলী। এই মামলায় মেয়র রমজান আলী উচ্চ আদালত থেকে জামিনে পেয়েছেন বলে এই কর্মকর্তা জানান। 

মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলী মামলার বিষয়ে বলেন, 'আমি এই মামলায় হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পর তাঁদের জামিন নিতে বলেছিলাম। কিন্তু তারা মামলার বিষয়টি আমলে নেয়নি। এ কারণে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং তাঁরা গ্রেপ্তার হয়েছেন।'  পরে থানায় গিয়ে তাঁদের সঙ্গে দেখা করে কথা বলেছেন বলে তিনি জানান।

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দীন বলেন, আমিরুল ইসলাম মট্টুর জামিন আবেদন না মঞ্জুর করে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আগামী ৯ ডিসেম্বর তার মামলার শুনানি অনুষ্ঠিত হবে। ওই দিন তাঁর জামিন হয়ে যাবে বলে তিনি আশা করেন। 

এ সব ঘটনায় জেলা আওয়ামী লীগের একজন নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) আজকের পত্রিকাকে বলেন, পৌর মেয়র রমজান আলী এই মামলার হাজিরার তারিখ জেনে তিনি নিজে হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। তবে সেই তথ্য তিনি আমিরুল ইসলাম মট্টু ও ইকবাল হোসেনের কাছে গোপন রাখার কারণে তাঁরা সময়মতো জামিন নিতে পারেননি এবং অবশেষে জেল হাজতে গেছেন।

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু