হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে রাসেলস ভাইপার সাপের দংশনে কৃষকের মৃত্যু 

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে চন্দ্রবোড়া (রাসেলস ভাইপার) সাপের দংশনে হোসেন ব্যাপারী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গেলে চন্দ্রবোড়া সাপ তাঁকে কামড় দেয়। আজ বিকেলে ফরিদপুর বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। 

হোসেন ব্যাপারী উপজেলার চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা (মানছুরাবাদ) এলাকার পরশ ব্যাপারীর ছেলে। তাঁকে কামড়ানো চন্দ্রবোড়া সাপটিকে পরবর্তীকালে স্থানীয়রা পিটিয়ে মেরে ফেলেছেন। 

লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বিকেলে গরুর জন্য ঘাস কাটতে জান হোসেন ব্যাপারী। ঘাস কাটার সময় চন্দ্রবোড়া সাপে তাঁকে কামড় দেয়। চরাঞ্চল থেকে তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ কিছুক্ষণ আগে নটাখোলা তাঁর বাড়িতে আনা হয়েছে।’ 

আজ শুক্রবার বিকেলেও আরেকজন কৃষককে চন্দ্রবোড়া সাপে কামড় দিয়েছে জানিয়েছেন মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, ‘আমরা চরাঞ্চলের লোকজন খুব আতঙ্কে আছি। হরিরামপুরের তিনটি চরে ৫-৬ জন এবং আমাদের পাশের ফরিদপুরের চরাঞ্চলের ইউনিয়নেও ৮-১০ জন মারা গেছেন।’ 

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান বলেন, ‘এর আগে হরিরামপুরের চরাঞ্চলে চন্দ্রবোড়া সাপের কামড়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। আজ একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।’

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে