হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সম্মেলনের আগেই উৎসবে মাতলেন আ.লীগ নেতা-কর্মীরা

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হবে ১১ ডিসেম্বর। সম্মেলনের আগেই মিছিল-শোভাযাত্রায় উৎসবমুখর হয়ে উঠছে শহর। আজ বুধবার হাজারো নেতা-কর্মী নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খান আপেল। এতে প্রায় দুই ঘণ্টা শহরে যানবাহন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন অনেকে। আজ দুপুর ১২টার দিকে শহরের শিববাড়ি এলাকা থেকে একটি শোভাযাত্রা শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী সমাবেশ করে।

সমাবেশে আজম খান আপেল বলেন, ‘জেলা আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বের সভাপতি ও সাধারণ সম্পাদক অযোগ্য, দুর্নীতিবাজ ও ইউনিয়ন নির্বাচনের মনোনয়ন বাণিজ্যের সঙ্গে জড়িত। এই নেতৃত্ব টাকা খেয়ে অনেক অযোগ্য ব্যক্তিকে দলে জায়গা করে দিয়েছে। এই অযোগ্য নেতৃত্ব জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও মহিলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি করতে কোনো ধরনের সহায়ক ভূমিকা রাখতে পারেনি।’

সমাবেশে জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান জনি, সাবেক সাধারণ সম্পাদক তামজিদ উল্লা প্রধান লিল্টু, মাহবুবুর রহমান সুমন, দেওয়ান মতিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ইরাদ কোরাইশী ইমন, জেলা ওলামা মাশায়েক সভাপতি বশির রেজা, পৌর আওয়ামী লীগের ৯ ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ দলের সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু