হোম > সারা দেশ > মানিকগঞ্জ

গণপরিবহন বন্ধ থাকায় বিপাকে হরিরামপুরের গার্মেন্টসকর্মীরা

প্রতিনিধি, হরিরামপুর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের হরিরামপুর আন্ধারমানিক এবং ঝিটকা থেকে ট্রাক, পিকআপ, অটো বাইক, টেম্পোতে করে তিনগুণ বেশি ভাড়া দিয়ে কর্মক্ষেত্রে ফিরছে গার্মেন্টসকর্মীরা। গণপরিবহন বন্ধ থাকায় কর্মক্ষেত্রে যেতে দুর্ভোগে পড়েছেন তাঁরা। উপজেলার চরাঞ্চলের ৩টি ইউনিয়নের গার্মেন্টসকর্মীরা ট্রলারে করে ঘাটে এসেছেন। সেখান থেকে হ্যালোবাইক, টেম্পো, অটোতে করে তিন গুন ভাড়া বেশি দিয়ে কর্মস্থলে ফিরছেন।

গার্মেন্টস কর্মীরা জানান, ভাড়া বেশি হলেও কর্মক্ষেত্রে ফিরতে হবে। গার্মেন্টসকর্মীদের জন্য হলেও কিছু পরিবহন ছাড়া উচিত।

মানিকনগর এলাকার হানিফ নামে এক যাত্রী জানান, গাজীপুরের টঙ্গীর তাজ প্যাকেজিংয়ে চাকরি করে তিনি। এক ঘণ্টা ধরে ঝিটকার হরিরামপুর মোড়ে অটো বাইক, হ্যালো বাইক ও টেম্পোর জন্য অপেক্ষা করছেন। কিন্তু কোন গাড়ি পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও ঝিটকা থেকে মানিকগঞ্জ বেউথা এলাকার ৪০ টাকার ভাড়া টেম্পো মালিক চাচ্ছেন জনপ্রতি ১৫০ করে।

রফিকুল নামের আরেক যাত্রী বলেন, কাল থেকে অফিস খোলা। তাই যেভাবেই হোক ঢাকায় যেতেই হবে। ঝিটকাতে এক ঘণ্টা ধরে বসে আছি। অটো, সিএনজি কিছুই পাচ্ছি না। দু'একটা অটো আসলেও ভাড়া তিনগুণ বেশি চাচ্ছেন।

দেবা নামক হ্যালোবাইক চালক বলেন, যাত্রীর অনেক চাপ। হ্যালোবাইকে কম লোক নিয়ে যাব। তাই ভাড়া বেশি নিচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ভাড়া বেশি নেওয়ার বিষয়টি আমার জানা নেই। খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু