হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে পুলিশ হাউজিং সোসাইটির নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে পুলিশ হাউজিং সোসাইটির নির্মাণাধীন ভবন। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জে পুলিশ হাউজিং সোসাইটির নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভবন নির্মাণে নিরাপত্তাবেষ্টনী না থাকায় এমন মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার জেলা পরিষদসংলগ্ন আবাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. হারুন (৩৫)। তাঁর বাড়ি ভোলা জেলার লালমোহন থানার তারাগঞ্জ এলাকায়। তিনি ওই এলাকার আমির হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানান, ভবনের সপ্তম তলায় রুফুস (একটি দড়ি ও চাকার মাধ্যমে ইট বা মালামাল টেনে তোলার যন্ত্র) দিয়ে ইট ওঠানোর সময় মেশিনের একটি নাট ভেঙে যায়। ভারী মেশিনটি তখন ধাক্কা খেলে তৎক্ষণাৎ ঝাঁকিতে হারুন নিচে ছিটকে পড়েন। এ ঘটনায় তখনই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে পুলিশ হাউজিং প্রকল্পের নির্মাণকাজের ঠিকাদার ইসরাত কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী সালাউদ্দিন বলেন, ‘আমরা সব সময় শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখি। ঘটনার দিন শ্রমিকেরা নিজেরাই রুফুস দিয়ে ইট তুলছিলেন। হারুন কাজ করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।’ এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশের সুরতহাল শেষে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম