মানিকগঞ্জের সাটুরিয়ায় লকডাউন কার্যকরে সক্রিয় রয়েছে প্রশাসন। প্রশাসন মাঠে নিয়মিত কাজ করছে। সরকার ঘোষিত লকডাউন অমান্য করায় গত এক মাসে ২৯টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০৭টি মামলা করা হয়েছে। এসব মামলায় দুই লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়।
সাটুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন মাঠে কাজ করছে। এরই ধারাবাহিকতায় আমরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করছি।’
আশরাফুল আলম আরও বলেন, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লকডাউন অমান্য করায় এক মাসে ২৯টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০৭ মামলায় ২ লাখ ১ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান তিনি।