হোম > সারা দেশ > মানিকগঞ্জ

কফিনে গোলাপ দিয়ে বাবাকে শেষ বিদায় জানাল ছোট্ট তানহা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

রাজধানীতে বিএনপির মহাসমাবেশে হামলার শিকার হয়ে নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তাঁর ৬ বছর বয়সী একমাত্র মেয়ে তানহা পরিবারের সঙ্গে এসেছিল বাবার কফিনে ফুল দিতে। বাবা আর কখনোই ফিরবে না, সেটির বোঝার বয়স হয়নি তার। 

আজ রোববার বিকেলে পারভেজের মরদেহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লাশবাহী গাড়িতে দৌলতপুর উপজেলা সদরের প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হয়। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। 

মাগরিবের নামাজের পর তাঁর জানাজায় অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। এরপর দৌলতপুর উপজেলা কেন্দ্রীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়। 

সরেজমিনে দেখা যায়, দৌলতপুর উপজেলা সদরের প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে এক হৃদয় বিদারক পরিবেশ। উপস্থিত প্রায় সবার চোখ ছিল অশ্রুসিক্ত। পরিবারের সঙ্গে সেখানে এসেছে পারভেজের একমাত্র মেয়ে তানহা। তার হাতে একটি লাল গোলাপ, বাবার কফিনে দেওয়ার জন্য এনেছে। আত্মীয়-স্বজন, পরিচিতজন অশ্রুসিক্ত চোখে এসে তার সামনে দাঁড়ালে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকছে সে। হয়তো সে এই কান্নার অর্থ বুঝতে পারছে না। সে এখনো জানে না, তার বাবা আর কখনো ফিরবে না, সে আর কখনোই বাবার কাছে কোনো আবদারও করতে পারবে না।

পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মোল্লার দুই ছেলে পারভেজ ও বিপ্লব এবং বড় মেয়ে শেফালি বেগম। দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠেন পারভেজ। ২০১২ সালে পারিবারিকভাবে মানিকগঞ্জের সিংগাইর এলাকার রুমা আক্তারের সঙ্গে পারভেজের বিয়ে হয়। ঘর আলো করে একটি কন্যা সন্তান জন্ম হয়। নাম রাখা হয় তানহা ইসলাম। বর্তমানে তার বয়স ছয় বছর। পারভেজের বড় বোনের বিয়ে হয় অনেক আগেই, তবে ছোট ভাই বিপ্লব বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় তেমন কোনো কাজকর্ম করতে পারেন না। ফলে পুরো সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন পারভেজ। 

গতকাল নয়াপল্টনে মহাসমাবেশে সংঘর্ষের মধ্যে রাজধানীর ফকিরাপুলে হামলার শিকার হয়ে আমিরুল ইসলাম পারভেজ (৩৩) নিহত হন। ১৯৯০ সালে ১০ মে চরকাটারী গ্রামে জন্ম নেওয়া আমিরুল স্থানীয় চরকাটারী সবুজ সেনা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করে ২০১১ সালের ১৫ আগস্ট পুলিশ বিভাগে কনস্টেবল পদে যোগ দেন। পারভেজ ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। চলতি বছরের ৩ আগস্ট থেকে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন (সিটিআই–৩) ইউনিটে কর্মরত ছিলেন।

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে