হোম > সারা দেশ > মানিকগঞ্জ

প্যাকেজ হেলথ চেকআপ চালু করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী বছরের শুরুতে প্যাকেজ হেলথ চেকআপ শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে শিশুদের স্ক্যানু উদ্বোধনকালে তিনি এ কথা জানান। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী বছর থেকে সরকারি হাসপাতালে বার্ষিক হেলথ চেকআপ শুরু করা সম্ভব হবে। এরই মধ্যে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। স্বল্প খরচে এই সেবা চালু করা হবে। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে এই সেবা চালু করা সম্ভব হবে। তখন দ্রুত সময়ে রোগ শনাক্ত করা সম্ভব হবে। এতে অকাল মৃত্যু রোধ করা যাবে।’ 

জাহিদ মালেক বলেন, বর্তমানে এখনো হাজারে ৩০ জন শিশুর মৃত্যু হচ্ছে। কিন্তু এসডিজি অর্জন করতে হলে এটি ১২ জনে নামিয়ে আনতে হবে। এ ক্ষেত্রে স্ক্যানু কার্যকর ভূমিকা রাখবে। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজকে স্ক্যানু উদ্বোধন করলাম। যারা আমাদেরকে স্ক্যানু দিয়েছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। বিশেষ করে ইউনিসেফ, ইউএসএআইডি, সেভ দা চিলড্রেন আমাদের সহায়তা করে যাচ্ছে। আমরা ৬৪ জেলার মধ্যে ৫০ টিতে স্ক্যানু স্থাপনে সক্ষম হয়েছি। আশা করি খুব দ্রুতই বাকিগুলোতে স্থাপন হয় যাবে।’ 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা কালীন সময়ে ১৫ হাজার চিকিৎসক এবং ২০ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে দেশের সব হাসপাতালে জনবল নিয়োগ দেওয়া হবে। 

জাহিদ মালেক বলেন, ‘স্পেশাল কেয়ার নিউবর্ণ ইউনিটটি মূলত আইসিইউর মতো কাজ করে। সেখানে শিশুদের যেন সঠিকভাবে চিকিৎসা দেওয়া যায়, এটি আমরা নিশ্চিত করব। একজন নবজাতক শিশু ওই সময়টাতে কথা বলতে পারে না। তারা নির্ভর করে অনেকটা মা আর পরিবেশের ওপর। এখন যেহেতু স্ক্যানু সিস্টেম থাকছে, সেখানে সব ধরনের সুযোগ-সুবিধা থাকছে, যে কারণে শিশু মৃত্যুর শঙ্কা কমে যায়।’ 

নামকরণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘স্ক্যানুকে আমরা শেখ রাসেলের নামে উৎসর্গ করলাম। সারা দেশের প্রতিটি হাসপাতালেই রাসেলের নামে স্ক্যানুর নামকরণ করা হবে। এর মাধ্যমে শেখ রাসেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। এর মধ্যে যেখানে যেই অনুমোদনের প্রয়োজন হয়, আমরা সেটি ব্যবস্থা করব।’ 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবিরসহ আরও অনেকে। 

অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ডাক্তার আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির, ইউএসএআইডির মিরান্ডা বেকম্যান, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনো ভ্যান মানেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার। 

 

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু