ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত পৌনে ৯টার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া স্টোন ব্রিকস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত ওই নারী ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। তাঁর বয়স আনুমানিক ২৬ বছর। রাতে কোনো যানবাহনের চাকায় পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হতে পারে। স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে খবর দিলে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ওই নারীকে বিভিন্ন সময় এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।