হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়ায় ছিনতাই হওয়া হ্যালোবাইক উদ্ধার, গ্রেপ্তার ৪ 

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ছিনতাই হওয়া হ্যালোবাইক উদ্ধার ও উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা-পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাতে সাটুরিয়ার র‍্যাইল্লা থেকে সম্রাট (২১), জান্না বাজার থেকে ফিরুজ কবির (২৩), সাটুরিয়া হাসপাতালের সামনে থেকে সুমন ওরফে আরিফ (২৪) ও ধামরাই বাজার থেকে হৃদয় (২৩) কে গ্রেপ্তার ও হৃদয়ের গ্যারেজ থেকে ছিনতাই হওয়া হ্যালো বাইকটি উদ্ধার করা হয়।   

থানা সূত্রে জানা যায়, গত বুধবার রাতে তাহের আলীর অটো হ্যালোবাইকটি মানিকগঞ্জ স্ট্যান্ড থেকে সম্রাট, ফিরোজ ও আরিফ সাটুরিয়া হান্দুলিয়া যাওয়ার জন্য ৪০০ টাকায় ভাড়া করেন। পথে সাটুরিয়া ইউনিয়নের রাধানগর স্থানে এলে রাত ১১টার দিকে তাঁকে জিম্মি করে অটো হ্যালোবাইকটি লুট করে নিয়ে যায়। পরে তাহের আলী বুধবার রাতেই থানায় একটি অভিযোগ করেন। 

সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, হৃদয় দীর্ঘ দিন যাবৎ চোরাই অটো হ্যালোবাইক বিক্রি করে আসছে। অভিযোগ পেয়ে সাটুরিয়া থানার একটি টিম ধামরাই ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই হ্যালোবাইক উদ্ধার ও ছিনতাইকারী চক্রের ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ছিনতাই কাজে ব্যবহার করা ১টি ছুরি ও গামছা উদ্ধার করা হয়েছে। আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে। 

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে