হোম > সারা দেশ > মানিকগঞ্জ

গ্যাস ট্যাবলেট খেয়ে ১ নারীর আত্মহত্যা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাংগালা গ্রামে বিলকিস আক্তার (৩৫) নামের এক গৃহবধূ গ্যাস ট্যাবলেট (ইঁদুর মারার ট্যাবলেট) খেয়ে আত্মহত্যা করেছে। বিলকিস আক্তার একই গ্রামের আলীম প্রধানের স্ত্রী।

নিহত বিলকিস আক্তার বাংগালা গ্রামের মৃত মো. মোজাম্মেল হক চুন্নুর মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিলকিস আক্তার গ্যাস ট্যাবলেট খায়। পরে পরিবারের লোকজন বিষয়টা জানতে পেরে চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

নিহতের বড় ভাই জুলহাস মিয়া বলেন, আমার বোনের মৃত্যু কীভাবে হল সেটা আমি বা আমার পরিবারের কেউ জানেন না। এ ব্যাপারে আমাদের কোনো অভিযোগও নেই। 

ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিপুল বলেন, আজ দুপুরে বিলকিস আক্তার নামের একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করে তাঁর পরিবারের লোকজন। সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে ঘিওর থানার ওসি তদন্ত মোহাম্মদ মহব্বত খান জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। 

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু