হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওরে ঋণগ্রস্ত ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার 

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে অরুণ তরফদার (৪৭) নামের ঋণগ্রস্ত এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে বাড়ির পাশের পরিত্যাক্ত ভিটার এক গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারকে জানায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘিওর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে। 

অরুণ তরফদার উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের বাগ বানিয়াজুরী গ্রামের বাসিন্দা অনিল তরফদারের ছেলে। তিনি তরা হাটে চালের পাইকারি ব্যবসায়ী ছিলেন। 

স্থানীয় জানান, গ্রামের কৃষকেরা ফসলের মাঠে যাবার সময় নিহতের বাড়ির পাশের পরিত্যাক্ত ভিটার এক গাছে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পরিবারকে জানায়। 

নিহতের স্ত্রী নিয়তি সরকার জানান, সে (অরুণ) একাধিক ব্যক্তি ও মহাজনের কাছ থেকে ঋণগ্রস্থ ছিলেন। পাওনাদাররা টাকা চাওয়ায় অতিষ্ঠ হয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ‘আত্মহত্যা’ করেন বলে ধারণা করা হচ্ছে। 

তরা হাটের অরুনের প্রতিবেশী ব্যবসায়ী অমিত কুমার মোদক বলেন, অরুণ মহাজনের কাছে ৯ লাখ টাকা বাকি এনে ব্যবসা শুরু করেন। বাকি দিয়ে ব্যবসায় লোকসানের মুখে পড়ে। দীর্ঘদিন মহাজনদের ঋণ পরিশোধ করতে না পারায়, সে মানসিকভাবে ভেঙে পড়ে। 

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, দীর্ঘদিন যাবত ঋণগ্রস্থ হওয়ার কারণে পরিবারে অভাব-অনটন ও কলহ লেগে থাকত। এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত ছাড়া এটা হত্যা নাকি আত্মহত্যা সেটা নিশ্চিত করে বলা যাবে না।

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু