হোম > সারা দেশ > মানিকগঞ্জ

আমার আমলনামা প্রধানমন্ত্রীর কাছে জমা: মমতাজ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাঁকেই দেওয়া হোক, আমাকে বা অন্য কাউকে তাতে দুঃখ নেই। এমপি হওয়ার পর যদি ভালো কাজ করি, তা প্রধানমন্ত্রীর কাছে জমা আছে বলে মন্তব্য করছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম। তিনি বলেন, ‘যদি কাজে দুই নম্বরি, অবহেলা বা ফাঁকিবাজি করে থকি, সবই প্রধানমন্ত্রী জানেন। আমার সব আমলনামা তাঁর কাছে জমা।’ 

গতকাল শনিবার রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্র কমিটি গঠন ও কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
সংসদ সদস্য মমতাজ বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে আরেকটা গুরুদায়িত্ব দিয়েছেন, সেটা হলো আমাকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বানিয়েছেন। আগামী নির্বাচনে এই আসনে যাকেই নৌকার মনোনয়ন দেওয়া হোক, উপজেলা আওয়ামী লীগকে ছাড়া কি কেউ নির্বাচন করতে পারবে? আওয়ামী লীগকে সহযোগিতা করবে অঙ্গসংগঠনগুলো। এটাই আমাদের সাংগঠনিক দায়িত্ব।’ 

 ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আল মামুনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাঈম মো. বাশার, মোহাম্মদ জাহিদ খান, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পারভেজ খান, উপদেষ্টা চাঁন মিয়া, ধল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ইউপি সদস্য আব্দুল হামিদ প্রমুখ। 

এ সময় জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগে সহসভাপতি রিয়াজুর ইসলাম, সানোয়ার হোসেন, আলমগীর বাদশা, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, মোহাম্মদ কহিনুর ইসলাম সানি, জেলা আওয়ামী যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সালেহা জাহান, ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা-ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু