হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মামা ভাগনে নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদরে যাত্রীবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদের ডোবায় পড়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মানিকগঞ্জ-সিঙ্গাইর ও হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলা মিতরা কালিবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পিলারচর এলাকার জয়নাল প্রামাণিকের ছেলে শাহিন প্রামাণিক (৪৫) ও রফিক খান (৩০)। নিহতরা সম্পর্কে মামা ভাগনে। 

মানিকগঞ্জ সদর থানার এসআই মো. লুৎফর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, এক আত্মীয়কে বিমানবন্দরে নামিয়ে দিয়ে অ্যাম্বুলেন্সের মাধ্যমে বাড়ি ফিরছিলেন শাহিন ও রফিক মিয়া। পথে রাজধানী গাবতলি থেকে মাদারীপুরের আরও তিন যাত্রী নিয়ে ফরিদপুরের দিকে রওনা দেন অ্যাম্বুলেন্স চালক ও তার সহযোগী। কিন্তু অতিরিক্ত গতির কারণে মানিকগঞ্জ সদরের মিতরা কালিবাড়ী মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদের ডোবায় পরে যায় অ্যাম্বুলেন্সটি। পরে ওই দুই যাত্রী পানিতে ডুবে মারা যান। অ্যাম্বুলেন্সে মোট ৭ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়। গাড়ির ভেতরে মাদারীপুরের তিন যাত্রী ছিলেন, তারা নিজেরাই গাড়ির ভেতর থেকে বের হয়েছেন। পরে স্থানীয়রা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। 

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে এবং ডুবে যাওয়া গাড়িটি উদ্ধারের জন্য চেষ্টা করা হচ্ছে। 

এঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করা হবে বলেও তিনি জানান। 

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু