হোম > সারা দেশ > মানিকগঞ্জ

স্বাভাবিক প্রসবে একসঙ্গে ৪ কন্যার জন্ম দিলেন ঘিওরের গৃহবধূ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিকভাবে চার সন্তান ভূমিষ্ঠ হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, মা ও নবজাতকেরা সুস্থ আছে। তবে শিশুরা স্বাভাবিক সময়ের আগে অর্থাৎ ৩১ সপ্তাহে জন্ম নেওয়ায় ওজন তুলনামূলক কম। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে।

বর্তমানে মা ও সন্তানেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আছেন।

ফারজানা আক্তার (৩০) নামের ওই নারী ঘিওর উপজেলার বাইলজুরী গ্রামের শওকত আলীর মেয়ে এবং পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার আদিবাসী গ্রামের সেনা সদস্য শরিফুল ইসলামের স্ত্রী। এই দম্পতির ১২ বছরের সংসারে আরও দুই কন্যা সন্তান রয়েছে।

হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের চিকিৎসক তামান্না আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার রাতে প্রসব বেদনা নিয়ে ফারজানা আক্তার হাসপাতালে ভর্তি হন। স্বাস্থ্য পরীক্ষা শেষে নরমাল ডেলিভারির মাধ্যমে চার মেয়ে বাচ্চা জন্ম দেন। মা ও বাচ্চারা সুস্থ আছে। তবে এই চার নবজাতকের ওজন স্বাভাবিকের তুলনায় কম থাকায় তাদের স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে।’ 

এই চিকিৎসক আরও জানান, ফারজানার স্বামী বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। তাই প্রসবের পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে গেছেন।

সন্তানদের জন্য দোয়া চেয়ে ফারজানা আক্তারের স্বামী শরিফুল ইসলাম আজকের পত্রিকা বলেন, ‘আল্লাহর ইচ্ছায় চার মেয়ে বাচ্চা হয়েছে। এতে আমরা খুশি। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন।’

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে