হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ওষুধসহ চিকিৎসা সরঞ্জামের সংকট, ব্যাহত সেবা

মঞ্জুর রহমান, মানিকগঞ্জ  

সেবা নিতে আসা মানুষের সারি। মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগে। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ওষুধ, কেমিকেল-রিয়েজেন্ট, গজ-ব্যান্ডেজসহ বিভিন্ন সরঞ্জামের চরম সংকট দেখা দিয়েছে। গত জুলাই-আগস্টের পর ক্রয়প্রক্রিয়ায় বিলম্ব এবং সঠিক সময়ে সরবরাহ না পাওয়ায় এ সংকট বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে কয়েক মাস ধরে ৫০০ শয্যার এ হাসপাতালের স্বাস্থ্যসেবার জন্য গুরুত্বপূর্ণ এসব আনুষঙ্গিক সরঞ্জাম না থাকায় মানিকগঞ্জসহ আশপাশের জেলা থেকে প্রতিদিন আসা রোগীদের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

জানা গেছে, মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ মালেক স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে তাঁর বাবা প্রয়াত এম এ কর্নেল মালেকের (কর্নেল মালেক মেডিকেল কলেজ) নামে হাসপাতালটি গড়ে তোলেন। সম্প্রতি সরকার এর নাম পরিবর্তন করে রাখে মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে প্রায় ১ হাজার রোগী টিকিটের মাধ্যমে চিকিৎসা নিলেও ইনডোরে শতাধিক রোগী ভর্তি থাকছেন। হাসপাতালটি নির্মিত হওয়ার পর শতকোটি টাকার যন্ত্রপাতি আনা হলেও দৃশ্যমান কোনো চিকিৎসা হচ্ছিল না। এ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা সভাসহ বিভিন্ন সভায় আলোচনা হয়েছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জনবল ঘাটতির অজুহাত দেখিয়ে অভিযোগ এড়িয়ে যেত।

সম্প্রতি হাসপাতালের প্যাথলজি বিভাগে গিয়ে দেখা যায়, রোগনির্ণয়ের জন্য সব চেয়ে গুরুত্বপূর্ণ এ বিভাগে কয়েক কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি সুসজ্জিত। তবে কোনো পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে না।

কথা হয় প্যাথলজি বিভাগের ইনচার্জ ও মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. রাজিবুল হাসানের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের হাসপাতালের প্যাথলজি বিভাগে সব ধরনের যন্ত্রপাতি থাকলেও শুধু রিয়েজেন্ট না থাকায় দু-চারটি ছাড়া কোনো পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে না। রিয়েজেন্টের অভাবে কাজ না থাকায় এ বিভাগের ৬ জন টেকনোলজিস্ট ও ৮ জন ল্যাব অ্যাটেনডেন্ট অলস বসে রয়েছেন। পরীক্ষা-নিরীক্ষা না করতে পারায় প্রতিদিন রোগীদের সঙ্গে তর্কবিতর্ক হচ্ছে; কিন্তু আমাদের তো কিছু করার নেই। আমাদের সমস্যার কথা ওপরে জানানো হয়েছে। এখন রিয়েজেন্ট না থাকায় আমরা বাধ্য হয়ে রোগীদের ফেরত পাঠাচ্ছি।’

রাজিবুল আরও জানান, ‘আমাদের প্যাথলজি বিভাগে সিবিসি, সিআরপি, এএসও, ব্লাড গ্রুপ, এইচসিবি, বিডিআরএল, টিপিএইসএসহ ৬০-৭০ ধরনের পরীক্ষা-নিরীক্ষা হওয়ার কথা থাকলেও রিয়েজেন্ট না থাকায় সেগুলো বন্ধ রয়েছে।’

একই অবস্থা গুরুত্বপূর্ণ এ হাসপাতালের ফার্মেসি বিভাগেও। সেখানে প্রতিদিন শত শত রোগী প্রয়োজনীয় ওষুধ নিতে এলেও দু-চার রকমের ছাড়া আর কোনো ওষুধ দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

ফার্মেসি বিভাগের ইনচার্জ ফার্মাসিস্ট মো. খোরশেদ আলম বলেন, ‘হাসপাতালে প্রায় ৮০ ধরনের ওষুধ থাকার কথা। কিন্তু ওষুধ আছে মাত্র ৪০ ধরনের। গত জুলাই-আগস্টের পর থেকে বাকি ওষুধ হাসপাতালে নেই। ডাক্তারের রিসিট নিয়ে রোগীরা ফার্মেসিতে ওষুধ নিতে এসে না পেয়ে আমাদের সঙ্গে প্রতিনিয়ত খারাপ আচরণ করেন। আমাদের কাছে যেসব ওষুধ স্টক আছে, আমরা বিতরণ করছি। কিন্তু আমাদের কাছে না থাকলে কোথা থেকে দেব। এগুলো আমরা অনেকবার পরিচালকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু ক্রয়প্রক্রিয়া শুরু না হওয়ায় আমরা ওষুধ সরবরাহ পাচ্ছি না।’

একই অবস্থা মনিহারি বিভাগেরও। তিন মাসের বেশি সময় ধরে গজ-ব্যান্ডেজ, গ্লিসারিন, স্যাভলন, গুঁড়া সাবান, হারপিক, সাবান, রিপোর্ট ডেলিভারি খামসহ স্বাস্থ্যসেবার জন্য অতিগুরুত্বপূর্ণ মনিহারির আনুষঙ্গিক বরাদ্দ না পাওয়ায় চরম সংকট দেখা দিয়েছে সরকারি এই হাসপাতালে। মনিহারি বিভাগের ইনচার্জ ও স্টোরকিপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘একটি হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মনিহারির বিকল্প নেই। তিন মাসের বেশি সময় ধরে এগুলোর সংকট রয়েছে। এ কারণে প্রয়োজনের তুলনায় অনেক কম দিয়ে কাজ করছে হচ্ছে। হাসপাতালে প্রয়োজনীয় মনিহারি না থাকায় ঠিকমতো পরিষ্কারের কাজ হচ্ছে না। রোগীরা গন্ধে থাকতে পারেন না। এরপরও আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি, যাতে হাসপাতাল পরিষ্কার রাখা যায়।’

সদর উপজেলার দীঘি ইউনিয়নের কয়রা এলাকার বাসিন্দা ফরিদ হোসেন বলেন, ‘আমি অসুস্থ শরীর নিয়ে হাসপাতালে এসেছিলাম। ডাক্তার আমাকে দেখে চার ধরনের দুই মাসের ওষুধ লিখে দিয়েছেন। আমি দুই ধরনের ১০ দিনের ওষুধ পেয়েছি। বাকি ওষুধ আমাকে বাইরে থেকে বেশি দামে কিনতে হয়েছে।’

সার্বিক বিষয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘বাস্তব অর্থেই আমরা খুব সমস্যায় আছি। একটি হাসপাতাল পরিচালনা করতে গেলে যা প্রয়োজন, সত্যিকারের অর্থে সেগুলো আমাদের খুব কম রয়েছে। এরপরও আমরা সাধ্যমতো সব কাজ করছি। আশা করি, সমস্যাগুলো খুব দ্রুত সমাধান করতে পারব।’

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে