হোম > সারা দেশ > মানিকগঞ্জ

বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন জেলা প্রশাসক

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ সাটুরিয়া উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এসে দশম শ্রেণিতে পদার্থ বিদ্যা বিষয়ে ক্লাস নেন। আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় পরিদর্শনে যান তিনি। 

জানা যায়, আজ দুপুরে হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে এসে অফিসে না ঢুকেই সরাসরি দশম শ্রেণির ক্লাসে যান জেলা প্রশাসক। সেখানে গিয়ে পদার্থ বিদ্যা বিষয়ে ক্লাস নেন তিনি। 

এ বিষয়ে শিক্ষার্থী রমজান আলী বলে, ডিসি স্যার আমাদের ক্লাস নিবে কখনো কল্পনাও করেনি। তিনি অনেক সুন্দরভাবে আমাদের পদার্থ বিদ্যা ক্লাস নিয়েছেন। 

আরেক শিক্ষার্থী সুমাইয়া বলে, ডিসি স্যার যখন ক্লাসে ঢোকেন তখন বুঝতেই পারেনি উনি মানিকগঞ্জ জেলা প্রশাসক। যখন তিনি ক্লাস নিতে শুরু করলেন তখন ভেবেছিলাম উনি আমাদের নতুন শিক্ষক। 

জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের বাস্তব ধারণা দিতে হবে। আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পাঠ্যক্রমের বাইরে শিক্ষার্থীদের এ বিষয়ে ধারণা দেওয়ার জন্য পরামর্শ দিয়েছি। 

বিদ্যালয় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন-সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা, উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজোয়ানা কবির, স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুর রহমান, সহকারী শিক্ষক শিরিন আক্তার ও বাংলাদেশ সাংবাদিক সমিতি সাটুরিয়া শাখার সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ লুৎফর রহমান। 

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে