হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মদ্যপানে অসুস্থ হয়ে মানিকগঞ্জে মামা-ভাগনের মৃত্যু

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জে বিয়ের অনুষ্ঠানে মদ্যপানে অসুস্থ হয়ে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের শুশীল বৈরাগীর বাড়িতে ওই বিয়ের অনুষ্ঠান ছিল। 

মৃত দুজন হলেন গাজীপুরের ভাওয়াল কলেজ এলাকার সতীশ সরকারের ছেলে দীপু সরকার (২৯) এবং মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দাসকান্দি বয়ড়া গ্রামের মৃত প্রকাশ সরকারের ছেলে প্রসেনজিৎ সরকার (২১)। দীপুর বড় বোনের ছেলে প্রসেনজিৎ। 

দীপুর মামাতো ভাই সঞ্জয় বৈরাগী বলেন, ‘বোনের বিয়ে উপলক্ষে রাতে ৮-১০ জন মিলে তরল কিছু খেলে ছয়-সাতজন অসুস্থ হয়ে পড়ি। বেশি অসুস্থ হয়ে গেলে গতকাল শনিবার সন্ধ্যায় প্রসেনজিৎকে হরিরামপুর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হলে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আর দীপুকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

তবে এ বিষয়ে তাঁদের পরিবারের আর কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এমনকি স্থানীয় হাটিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মনির হোসেনকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাশেদা নাজনীন বলেন, প্রসেনজিৎকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাঁর পালস পাওয়া যাচ্ছিল না। পরে তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। দেশীয় মদপানে মৃত্যু কিনা জানতে চাইলে বলেন, ‘সে সম্পর্কে বলতে পারছি না।’ 

এ বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন আজকের পত্রিকাকে বলেন, প্রসেনজিতের লাশের সুরতহাল করা হয়েছে। আইনি প্রক্রিয়া হরিরামপুর থানা দেখবে। 

স্থানীয়দের বরাত দিয়ে হরিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান বলেন, মানিকগঞ্জ সদর থানা এলাকায় মদ্যপানে দুজন মারা গেছে। এর মধ্যে একজন হরিরামপুরের, আরেকজন গাজীপুরের। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ